শ্রাবণবালা
শ্রাবণবালা আমার প্রিয়
বড়োই আপন জন;
বর্ণনাতে শেষ নাহি হবে
প্রিয়ার কণ্ঠ কুজন।
সে যে আমার ধ্যানের ছবি
নাই যে তুলনা তার;
সদায় ভাবি তাহার কথা
বলেছি কতই বার।
-----
বড়োই আপন জন;
বর্ণনাতে শেষ নাহি হবে
প্রিয়ার কণ্ঠ কুজন।
সে যে আমার ধ্যানের ছবি
নাই যে তুলনা তার;
সদায় ভাবি তাহার কথা
বলেছি কতই বার।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব চাকমা ২২/০৭/২০১৭কবি, শ্রাবণবালা কি জানে এসব কথা? সেকি জানে এই মর্মব্যথা? নাকি জানে বলেই অঝোরে ঝরায় জলের গাঁথা মালা। শুভেচ্ছা।
-
সাঁঝের তারা ২২/০৭/২০১৭বেশ
-
কামরুজ্জামান সাদ ২২/০৭/২০১৭ভাল লিখেছেন কবি
-
আবু ইসহাক ২১/০৭/২০১৭খুব ভালো লাগলো
-
ন্যান্সি দেওয়ান ২১/০৭/২০১৭Better.