তুমি যখন
তুমি যখন আসলে হেথা
গাইল সকল পাখি;
আকাশ বাতাস মুখরিত
সজল প্রাণের আঁখি।
তুমি যখন গাইলে গান
নাচল সকল ফুল;
তোমাতেই সব যেন ভুলি-
মন মাঝে বুলবুল।
------
গাইল সকল পাখি;
আকাশ বাতাস মুখরিত
সজল প্রাণের আঁখি।
তুমি যখন গাইলে গান
নাচল সকল ফুল;
তোমাতেই সব যেন ভুলি-
মন মাঝে বুলবুল।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ২০/০৭/২০১৭সুন্দর।
-
সাঁঝের তারা ১৯/০৭/২০১৭ভালো