বৃষ্টি আমার
বৃষ্টি আমার প্রাণের রত্ন
কিশোর বেলার প্রেম;
গভীর বনেতে যেতে পারি
নিজেকেই হারালেম।
বৃষ্টি আমার গোপন ঘরে
বেনারসি মাখা পদ্য;
বৃষ্টি দুয়ারে আজ ভিজেছি
প্রণয় শিখেছি সদ্য।
------
কিশোর বেলার প্রেম;
গভীর বনেতে যেতে পারি
নিজেকেই হারালেম।
বৃষ্টি আমার গোপন ঘরে
বেনারসি মাখা পদ্য;
বৃষ্টি দুয়ারে আজ ভিজেছি
প্রণয় শিখেছি সদ্য।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ০৪/০৩/২০২০খুব ভাল