যখন আঁধারে
চারিদিক যখন আঁধারে
ডুবে থাকে সারা বেলা;
তখন তোমার আলোমালা
মনকে করে উতলা।
এ আঁধারে তোমাকেই ভাবি
তুমি যে সাহস মোর;
তুমি আমার পুণ্য লগন
শিশির মাখানো ভোর।
-----
ডুবে থাকে সারা বেলা;
তখন তোমার আলোমালা
মনকে করে উতলা।
এ আঁধারে তোমাকেই ভাবি
তুমি যে সাহস মোর;
তুমি আমার পুণ্য লগন
শিশির মাখানো ভোর।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৭/২০১৭আচ্ছা।
-
সাঁঝের তারা ১৮/০৭/২০১৭সুন্দর
-
বিপ্লব চাকমা ১৮/০৭/২০১৭কবি, আপনার ভক্তি। আমার উক্তি।নাই চুক্তি।এবার মুক্তি। শেষের লাইনটা হৃদয়ে লাগলো যে। উপভোগ করলাম ভাবনার উপযুক্ত সময়। শুভেচ্ছা।