প্রেমের প্রতীক
বিশ্ব মানব কল্যাণে আজ
এসেছ এই ধরায়;
মোদের জীবন ধন্য করো
তব আশিস ছোঁয়ায়।
তুমি উদার, জ্ঞান -সাগর
বিশ্ব প্রেমের পথিক;
তুমি ক্ষমার পরশমণি
দয়া প্রেমের প্রতীক।
------
এসেছ এই ধরায়;
মোদের জীবন ধন্য করো
তব আশিস ছোঁয়ায়।
তুমি উদার, জ্ঞান -সাগর
বিশ্ব প্রেমের পথিক;
তুমি ক্ষমার পরশমণি
দয়া প্রেমের প্রতীক।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৮/০৭/২০১৭শুভেচ্ছা
-
ন্যান্সি দেওয়ান ১৮/০৭/২০১৭Nice.
-
বিপ্লব চাকমা ১৮/০৭/২০১৭যার পরশ পেয়েছি হৃদয়ে দেখিনি কভু হাই
পার্থিব প্রেমের ব্যথায় তার কাছে ফিরে যাই
তুমি জ্ঞ্যানের আধার আলো দিয়েছ সবার মাঝে
কেউ বুঝে কেউ অবুঝ আরাধনা সকাল বিকাল সাঁঝে।
হে মঙ্গলময় প্রভু, দয়া কর, কবি যেন যেতে পারে তোমার খুব কাছে। -
নাবিক ১৮/০৭/২০১৭ভালো লাগলো