সারারাত ধরে বৃষ্টি হয়
সারারাত ধরে বৃষ্টি হয়
জানালায় আমি একা;
নীরবে দেখি বাদল রূপ
শ্রাবণে করেছি দেখা।
বৃষ্টিরা হাসে কথা বলে
মানুষের মতো প্রাণ;
সবুজ দেশের এই শয্যা
তাহারে করি আহ্বান।
------
জানালায় আমি একা;
নীরবে দেখি বাদল রূপ
শ্রাবণে করেছি দেখা।
বৃষ্টিরা হাসে কথা বলে
মানুষের মতো প্রাণ;
সবুজ দেশের এই শয্যা
তাহারে করি আহ্বান।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ধ্রুবক ১৮/০৭/২০১৭সুন্দর লেখা।
-
তাবেরী ১৮/০৭/২০১৭সুন্দর।
-
নাবিক ১৭/০৭/২০১৭
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৭/২০১৭ভালো।
-
মোনালিসা ১৭/০৭/২০১৭দারুন
-
কামরুজ্জামান সাদ ১৭/০৭/২০১৭প্রকৃতিতে বৃষ্টির দৃশ্যটা সবচেয়ে ভাল লাগে