যখন বুঝি ভুল হয়েছে
যখন বুঝি ভুল হয়েছে-
মোরে ক্ষমা করে দিও;
তোমার কাছে দু'হাত তুলি
আমাকে মাফ করিও।
ভুলের মাঝে স্বীকার থাকে
মিথ্যা যাপিত জীবন;
অনুতাপ সাথে বুঝে উঠি
করি আত্মসমর্পণ।
-------
মোরে ক্ষমা করে দিও;
তোমার কাছে দু'হাত তুলি
আমাকে মাফ করিও।
ভুলের মাঝে স্বীকার থাকে
মিথ্যা যাপিত জীবন;
অনুতাপ সাথে বুঝে উঠি
করি আত্মসমর্পণ।
-------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাবিক ১৭/০৭/২০১৭ভাল্লাগলো
-
বিপ্লব চাকমা ১৭/০৭/২০১৭কবি, কি এমন ভুল? যাক ক্ষমা পেয়েছেন নিশ্চয়। এক কথায় ভাল।
-
কামরুজ্জামান সাদ ১৭/০৭/২০১৭যখন বুঝি ভুল হয়েছে-মোরে ক্ষমা করে দিও।