কোথা সেই ভালোবাসা
চারিদিকে জনতা আক্রোশে
অবিচারে ঘেরাটোপ;
দূষিত হাওয়া পথে চলে
সবে যে অর্থ লোলুপ।
লুণ্ঠিত আজ এ মানবতা
শুধু যে বাঁচার আশা;
সব স্মৃতি খুব মনে পড়ে-
কোথা সেই ভালোবাসা!
------
অবিচারে ঘেরাটোপ;
দূষিত হাওয়া পথে চলে
সবে যে অর্থ লোলুপ।
লুণ্ঠিত আজ এ মানবতা
শুধু যে বাঁচার আশা;
সব স্মৃতি খুব মনে পড়ে-
কোথা সেই ভালোবাসা!
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৬/০৭/২০১৭অনবদ্য
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৭/২০১৭ভালোবাসা এখন দুষ্প্রাপ্য।
-
কামরুজ্জামান সাদ ১৬/০৭/২০১৭ভাল
-
মোনালিসা ১৬/০৭/২০১৭দারুন
-
বিপ্লব চাকমা ১৬/০৭/২০১৭হে কবি, ঠিক বলেছেন। ভালবাসা কি মরে গেছে? কবিদের দেশ পরিচালনার দায়িত্ব দিলে বুঝিয়ে দিতাম কাকে ভালবাসতে হয়? যাউগগে। শুভেচ্ছা।