তুমি গড়েছ সোনার বিশ্ব
তুমি গড়েছ সোনার বিশ্ব
সূরয, চাঁদের আলো;
প্রকৃতির শোভা মনোহর
মোর চোখটি জুরালো।
মানুষ তোমার শ্রেষ্ঠ সৃষ্টি
তোমার জন্যই সুখ;
তুমি দিয়েছ সব প্রতীক
আনন্দে জুড়াই বুক।
-----
সূরয, চাঁদের আলো;
প্রকৃতির শোভা মনোহর
মোর চোখটি জুরালো।
মানুষ তোমার শ্রেষ্ঠ সৃষ্টি
তোমার জন্যই সুখ;
তুমি দিয়েছ সব প্রতীক
আনন্দে জুড়াই বুক।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ০৪/০৩/২০২০অনন্য
-
রেজওয়ান উল হক জীবন ১৭/০৭/২০১৭অসাধারণ!
-
কামরুজ্জামান সাদ ১৬/০৭/২০১৭অক্ষরবৃত্ত ছন্দে দারুণ একটা লেখা
-
সাঁঝের তারা ১৬/০৭/২০১৭ভালো