অশান্ত সব কিছু
পার করি আপদ বিপদ
কত জীবনের ক্ষয়;
চারিদিকে দূষণ জঞ্জাল
নিত্য তার পরাজয়।
পাশেতে অশান্ত সব কিছু
বালিতে করেছি খেলা;
সেই পাপ করিব যে দূর
প্রভুতেই দুই বেলা।
-----
কত জীবনের ক্ষয়;
চারিদিকে দূষণ জঞ্জাল
নিত্য তার পরাজয়।
পাশেতে অশান্ত সব কিছু
বালিতে করেছি খেলা;
সেই পাপ করিব যে দূর
প্রভুতেই দুই বেলা।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব চাকমা ১৪/০৭/২০১৭কবি, ৩/৪ লাইনের মধ্যে ভাব বা বিষয়বস্তু নিয়ন্ত্রণ করা একটি কঠিন কাজ। সুন্দরভাবে তাও আবার ছন্দ মেখে। চিন্তা এবং উপভোগ করেছি বেশ।আরও আশাকরি।