কে দিয়েছে
কে দিয়েছে ও পাখির গলে
সুমিষ্টি মধুর সুর;
দিবানিশি গেয়ে চলে সে যে
মন হয় ভরপুর।
কে দিয়েছে নীলাকাশ দূরে
সাগরের থেকে নদী;
তাকে আমি দেখে আসি আজ
কাছেতে পেতাম যদি।
-----
সুমিষ্টি মধুর সুর;
দিবানিশি গেয়ে চলে সে যে
মন হয় ভরপুর।
কে দিয়েছে নীলাকাশ দূরে
সাগরের থেকে নদী;
তাকে আমি দেখে আসি আজ
কাছেতে পেতাম যদি।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব চাকমা ১৪/০৭/২০১৭বেশ উদাস ভাবে পড়তে হবে যে কবি। আবৃত্তিও করা যাবে উদাস হয়ে। মন হারিয়ে গেল নিমেষে। কবি মন সুন্দর করার কবিতা। দারুণ।
-
Tanju H ১৩/০৭/২০১৭অসাধারন।
-
অর্ক রায়হান ১৩/০৭/২০১৭বেশ।