সুর বহে
এ পৃথিবীর জীর্ণ ধূলায়
সবুজ ফসল ফলে;
শুষ্ক বুকে বহিছে বাতাস
সুর বহে তার তলে।
দিঘির জলে পদ্মের মেলা
দিগন্ত পথে কাহিনি;
তোমার দয়ায় মেঘ ভাসে
ফুল বালিকা চাহুনি।
-----
সবুজ ফসল ফলে;
শুষ্ক বুকে বহিছে বাতাস
সুর বহে তার তলে।
দিঘির জলে পদ্মের মেলা
দিগন্ত পথে কাহিনি;
তোমার দয়ায় মেঘ ভাসে
ফুল বালিকা চাহুনি।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ১৩/০৭/২০১৭Lovely.
-
ন্যান্সি দেওয়ান ১২/০৭/২০১৭Nice.
-
বিপ্লব চাকমা ১২/০৭/২০১৭বাহ্, ছন্দের দারুণ সমাহার ! যেন বাজলো সোনার বাংলার নূপুর। শব্দচয়নে বাংলাররূপ একেবারে একাকার !! আমি আছি কবি খুউব কাছে।