স্বপন দেখি
স্বপন দেখি-
ধুলোয় মাখা হাসি কান্নার;
ছবি্টি আঁকি-
আমার মনের আয়নার।
তোমাকে দেখি
হাজার রাতে স্বপ্নের ভিড়ে
মনেতে রাখি
হারিয়ে যাওয়া সে গভীরে।
-----
ধুলোয় মাখা হাসি কান্নার;
ছবি্টি আঁকি-
আমার মনের আয়নার।
তোমাকে দেখি
হাজার রাতে স্বপ্নের ভিড়ে
মনেতে রাখি
হারিয়ে যাওয়া সে গভীরে।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব চাকমা ১২/০৭/২০১৭কয়েকটি লাইন কিন্তু ভাবের সুন্দর উপস্থাপন। শুভেচ্ছা।
-
অর্ক রায়হান ১১/০৭/২০১৭বেশ ভালো লাগলো।
-
মোঃ আল-আমিন সাব্বির ১১/০৭/২০১৭ভাল
-
মোনালিসা ১১/০৭/২০১৭সুন্দর
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ১১/০৭/২০১৭বেশ সুন্দর
-
বিপ্লব চাকমা ১১/০৭/২০১৭মানুষের স্বজাত প্রবৃত্তি কবি। শুভেচ্ছা এবং আমন্ত্রণ!