এই মন
অতঃপর সাথি হই
বৃষ্টিপাতে;
শুধু শুধু মেতে ওঠা
বর্ষারাতে।
বাতি নেভা সাঁঝ বেলা
সারাক্ষণ;
অহোরাত্রি বজ্রপাতে
এই মন।
-----
বৃষ্টিপাতে;
শুধু শুধু মেতে ওঠা
বর্ষারাতে।
বাতি নেভা সাঁঝ বেলা
সারাক্ষণ;
অহোরাত্রি বজ্রপাতে
এই মন।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব চাকমা ১২/০৭/২০১৭কবি, আপনার বৃষ্টিপাতে, বর্ষারাতে, বজ্রপাতে শব্দমালা আমায় বেশ আন্দোলিত করলো।
-
Tanju H ১০/০৭/২০১৭আপনি লিখেন কবিতা
আমাদের জন্য।
আমরা কবিতা পড়ে
হয়েছি যে ধন্য।
অসাধারন...............শুভেচ্ছা। -
সাঁঝের তারা ১০/০৭/২০১৭অপূর্ব
-
মোনালিসা ১০/০৭/২০১৭
-
অর্ক রায়হান ১০/০৭/২০১৭ভালোকথা।