জোয়ার এল
আজ নদীতে জোয়ার এল
তাতেই মুখেতে হাসি;
ভাঁটার পরে এই লগন
আমি যে ভালোবাসি।
আমার দেশের নদীকথা
আপনে ভুলিয়া থাকি;
আজ যেন নীরব বেলায়
তাহাকেই কাছে ডাকি।
----
তাতেই মুখেতে হাসি;
ভাঁটার পরে এই লগন
আমি যে ভালোবাসি।
আমার দেশের নদীকথা
আপনে ভুলিয়া থাকি;
আজ যেন নীরব বেলায়
তাহাকেই কাছে ডাকি।
----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ১০/০৭/২০১৭চমৎকার।
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০৭/২০১৭জোয়ারই প্রয়োজন।
-
আরিফুল ইসলাম ০৯/০৭/২০১৭সুন্দর