চাঁদের হাসি
জোছনা রাতে আকাশ দেখি
তারার মিলন মেলা;
আকাশ মাঝে চাঁদের হাসি
হরেক রকম খেলা।
আকাশের পানে চেয়ে দেখি
নিঝুম রাতের রূপ;
রাতের আকাশ ভালোবাসি
দেখি চেয়ে তার রূপ।
------
তারার মিলন মেলা;
আকাশ মাঝে চাঁদের হাসি
হরেক রকম খেলা।
আকাশের পানে চেয়ে দেখি
নিঝুম রাতের রূপ;
রাতের আকাশ ভালোবাসি
দেখি চেয়ে তার রূপ।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ১০/০৭/২০১৭অপূর্ব কবিতা।
-
সাঁঝের তারা ০৮/০৭/২০১৭বেশ