স্বপনসাথি
দিন চলে যায়, সন্ধ্যা নামে
প্রদীপ তুলসী তলে;
দিনের কত স্বপন এসে
মেশে আকাশের কোলে।
ঘোমটায় মায়ের আঁচল
সাথে থাকে ভক্তি মন;
সন্ধ্যাবেলার স্বপনসাথি
আজ মনে বিচরণ।
----
প্রদীপ তুলসী তলে;
দিনের কত স্বপন এসে
মেশে আকাশের কোলে।
ঘোমটায় মায়ের আঁচল
সাথে থাকে ভক্তি মন;
সন্ধ্যাবেলার স্বপনসাথি
আজ মনে বিচরণ।
----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০৭/০৭/২০১৭অপূর্ব,,,শুভেচ্ছা কবি।
-
মোনালিসা ০৭/০৭/২০১৭
-
সাঁঝের তারা ০৭/০৭/২০১৭সুন্দর
-
ন্যান্সি দেওয়ান ০৭/০৭/২০১৭Nice.