জাগি প্রহর
আমার সকল প্রেম কাঁদে
শেষ বিকালবেলায়;
আমার স্বপন ফেরি করি
গোপন চিলেকোঠায়।
হৃদয়ে আমার সুপ্ত কথা
গোপন কথার ঘর;
তোমার কাছেতে বুক ঢাকি
তোমাতে জাগি প্রহর।
-----
শেষ বিকালবেলায়;
আমার স্বপন ফেরি করি
গোপন চিলেকোঠায়।
হৃদয়ে আমার সুপ্ত কথা
গোপন কথার ঘর;
তোমার কাছেতে বুক ঢাকি
তোমাতে জাগি প্রহর।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০৭/০৭/২০১৭অসাধারন কবিতা।শুভেচ্ছা রইল কবি।
-
মোনালিসা ০৬/০৭/২০১৭সুন্দর
-
আনিসুর রহমান বাবু ০৬/০৭/২০১৭ভালো লাগলো কবি !