তুমি ছিলে
তোমাকে ভালো করে দেখেছি
তুমি ছিলে অভিমানী;
এক ডাকে দিয়েছ যে সাড়া
মন ঘরে মহারানি।
হাসি থেকে ঝরেছে মুকতা;
রিক্ত করেছ এ মন
অছিলায় আকাশের পানে-
তুমি দেখাও স্বপন।
------
তুমি ছিলে অভিমানী;
এক ডাকে দিয়েছ যে সাড়া
মন ঘরে মহারানি।
হাসি থেকে ঝরেছে মুকতা;
রিক্ত করেছ এ মন
অছিলায় আকাশের পানে-
তুমি দেখাও স্বপন।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরিফুল ইসলাম ০৫/০৭/২০১৭অসাধারণ!
-
Tanju H ০৫/০৭/২০১৭অপূর্ব কবিতা।
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৭/২০১৭স্বপ্নই কাম্য।
-
মোনালিসা ০৫/০৭/২০১৭আমি ও আছি
-
ন্যান্সি দেওয়ান ০৫/০৭/২০১৭Nice
-
Nancy Dewan Samira ০৫/০৭/২০১৭Very nice peom of yours.