অন্তর স্বামী
চলো আজ ঘুরে আসি দূরে
সবুজ ঘাসের দেশ;
পাখির ঝাকে, নদীর বাঁকে
মধুর কথায় বেশ।
চাঁদনি রাতে এ সীমানায়
মনের ঘরেতে তুমি;
এমন ধারার নবপ্রাণে
তুমিই অন্তর স্বামী।
------
সবুজ ঘাসের দেশ;
পাখির ঝাকে, নদীর বাঁকে
মধুর কথায় বেশ।
চাঁদনি রাতে এ সীমানায়
মনের ঘরেতে তুমি;
এমন ধারার নবপ্রাণে
তুমিই অন্তর স্বামী।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০২/০৭/২০১৭প্রাণচঁচল শব্দ,চয়ন,চিন্তা