কথা দুয়ার
হাজার কথার মাঝখানে
আজ ভুলি কথা সব;
তোমার সকল কথা আছে,
শুধু নেই কলরব।
আজকে মনে পড়েনা কথা
সব যে গেছে হারিয়ে;
আমি আছি বসে একা একা,
কথা দুয়ার ছাড়িয়ে।
-----
আজ ভুলি কথা সব;
তোমার সকল কথা আছে,
শুধু নেই কলরব।
আজকে মনে পড়েনা কথা
সব যে গেছে হারিয়ে;
আমি আছি বসে একা একা,
কথা দুয়ার ছাড়িয়ে।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শফিক আল বারি ২৬/০৬/২০১৭অনেক ভাল লিখেছেন কবি
-
আফরিনা নাজনীন মিলি ২৫/০৬/২০১৭শেষের লাইনটি অসাধারণ।
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৬/২০১৭কথার দুয়ার বন্ধ হবে না।
-
পরশ ২৪/০৬/২০১৭ভাল