দেখার ছলে
চেয়ে আছি ঘর-দাওয়ায়
ও তুমি আসবে বলে;
চেয়ে আছি পথের ওপারে
তোমার দেখার ছলে।
সেই তুমি গেছ- সুখ দিনে
হলুদ বসন্ত কাল;
তখন থেকে একেলা কাটে
আমার প্রতি সকাল।
-----
ও তুমি আসবে বলে;
চেয়ে আছি পথের ওপারে
তোমার দেখার ছলে।
সেই তুমি গেছ- সুখ দিনে
হলুদ বসন্ত কাল;
তখন থেকে একেলা কাটে
আমার প্রতি সকাল।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ২৪/০৬/২০১৭অপেক্ষার আর এক নাম বিরহ।কবি খুব ভাল লাগল।শুভেচ্ছা রইল।
-
এমরান হোসেন ২৪/০৬/২০১৭অসাধারণ লেখণী।
শুভেচ্ছা রেখে গেলাম হে কবি।