একসাথে হাঁটি
ঘরের জানালায় আষাঢ়
দূরেতে মলিন ছবি;
সবুজ দুয়ার সামনেতে
আমি পূর্বের ভৈরবী।
আকাশ হয় অতি নীরব
ভিজে গেছে এই মাটি;
আজ চলো মেঘেদের সাথে
দু'য়ে একসাথে হাঁটি।
-----
দূরেতে মলিন ছবি;
সবুজ দুয়ার সামনেতে
আমি পূর্বের ভৈরবী।
আকাশ হয় অতি নীরব
ভিজে গেছে এই মাটি;
আজ চলো মেঘেদের সাথে
দু'য়ে একসাথে হাঁটি।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এমরান হোসেন ২৪/০৬/২০১৭মুগ্ধ হলাম
-
Tanju H ২৩/০৬/২০১৭চমৎকার কবিতা।
শুভেচ্ছা প্রিয় কবি । -
সাঁঝের তারা ২৩/০৬/২০১৭সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৬/২০১৭ভালো।