আকাশের গায়ে
ঘন কালো আকাশের গায়ে
আজ দেখি বক সারি;
আষাঢ়ের মধ্যাহ্নবেলায়-
ভালো যে লাগে তারই।
সারা মেঘময় কত ঢেউ
কত স্রোত তার বুকে;
আপন দুনিয়া বেঁচে আছে,
বেঁচে আছে বড়ো সুখে।
------
আজ দেখি বক সারি;
আষাঢ়ের মধ্যাহ্নবেলায়-
ভালো যে লাগে তারই।
সারা মেঘময় কত ঢেউ
কত স্রোত তার বুকে;
আপন দুনিয়া বেঁচে আছে,
বেঁচে আছে বড়ো সুখে।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শফিক আল বারি ২২/০৬/২০১৭সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৬/২০১৭সুন্দর!
-
পরশ ২১/০৬/২০১৭ভাল