জীবনের মানে
জীবন চলে নিজের মতো
নিজের সাথেতে মিশে;
সময়কে করেছে আপন
নিজেকেই ভালোবেসে।
জীবন চলে স্রোতের ন্যায়
জীবন ভাঁটির টানে;
বসে বসে শুধু ভেবে যাই-
খুঁজি জীবনের মানে!
------
নিজের সাথেতে মিশে;
সময়কে করেছে আপন
নিজেকেই ভালোবেসে।
জীবন চলে স্রোতের ন্যায়
জীবন ভাঁটির টানে;
বসে বসে শুধু ভেবে যাই-
খুঁজি জীবনের মানে!
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।