বাড়ি ফেরা
সরুপথ ধরে বাড়ি ফেরা-
আমার বাড়ির পথে;
চেনা পৃথিবীর ঘরে ঘরে
আপন দেশের রথে।
কতদিন আসিনি এ গাঁয়ে
কত কিছু গেছে পাল্টে;
কত গাছ,নব হাসি ফুল,
আপন মানুষ ঠোঁটে।
-----
আমার বাড়ির পথে;
চেনা পৃথিবীর ঘরে ঘরে
আপন দেশের রথে।
কতদিন আসিনি এ গাঁয়ে
কত কিছু গেছে পাল্টে;
কত গাছ,নব হাসি ফুল,
আপন মানুষ ঠোঁটে।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ২৬/০৬/২০২০অনবদ্য
-
পরশ ২১/০৬/২০১৭দারুন
-
মোঃ সাখাওয়াত হোসেন ২১/০৬/২০১৭ভালো লেগেছে,প্রিয় কবি।