কত কী দিয়েছ
তুমি দেখাও প্রিয় প্রকৃতি
সময়ের হাত ধরে;
তুমি চেনালে পল্লির কথা
কতই নিয়ম করে।
তুমি হয়েছ মহামানব-
তোমাতেই গভীরতা;
কত কী দিয়েছ মুক্ত ভাবে
দেখি নতুন সভ্যতা।
সময়ের হাত ধরে;
তুমি চেনালে পল্লির কথা
কতই নিয়ম করে।
তুমি হয়েছ মহামানব-
তোমাতেই গভীরতা;
কত কী দিয়েছ মুক্ত ভাবে
দেখি নতুন সভ্যতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৫/০৬/২০১৭সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৬/২০১৭তুমিই জীবনের সার্থকতা।
-
ARUNABHA MUKHERJEE ১৫/০৬/২০১৭অসাধারণ । কিন্তু আমরা কি দিয়ে চলেছি প্রকৃতিকে ।