অনন্তপথ
সময় চলেছে চেয়ে দেখি
আসে জনমের দিন;
অজানা দেশেতে অবেলায়
বাজিছে কল্পনাবীণ।
অনন্তপথের যাত্রী সবে
ছাড়িব দেশের মায়া;
অনুভুতি সব মেলে কোথা
পড়ে থাকে শুধু ছায়া।
-----
আসে জনমের দিন;
অজানা দেশেতে অবেলায়
বাজিছে কল্পনাবীণ।
অনন্তপথের যাত্রী সবে
ছাড়িব দেশের মায়া;
অনুভুতি সব মেলে কোথা
পড়ে থাকে শুধু ছায়া।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ১৪/০৬/২০১৭খুব সুন্দর ভাব
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৬/২০১৭ভালো।