অসীম দিগন্তে
এখানে সূর্য হাসে নিয়ত
রৌদ্র ছায়া অবেলায়;
পূর্ণিমা মাঝে আলোর মালা
আঁধার অমাবস্যায়।
পাতার আড়ালে লুকিয়েছে
দেখেছি নিঝুম রাত;
অসীম দিগন্তের মাঝারে
নিব অমৃতের স্বাদ।
----
রৌদ্র ছায়া অবেলায়;
পূর্ণিমা মাঝে আলোর মালা
আঁধার অমাবস্যায়।
পাতার আড়ালে লুকিয়েছে
দেখেছি নিঝুম রাত;
অসীম দিগন্তের মাঝারে
নিব অমৃতের স্বাদ।
----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ০৭/০২/২০২০খুব ভাল
-
সাঁঝের তারা ০৫/০৬/২০১৭সুন্দর অমৃতের স্বাদ ...
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ০৪/০৬/২০১৭অপূর্ব