পরিহাস
উন্মুক্ত এই বিশ্ব মাঝেতে
আপন প্রাণের স্রোত;
সূর্য ওঠা ও নবীন ভোরে
দেখেছি তাহার ক্ষত।
প্রভাতের গান গেয়ে গেছে
ধূলিময় রাজপথে;
ভাগ্য আজ পরিহাসে আছে
আমি যে নিজের সাথে।
-------
আপন প্রাণের স্রোত;
সূর্য ওঠা ও নবীন ভোরে
দেখেছি তাহার ক্ষত।
প্রভাতের গান গেয়ে গেছে
ধূলিময় রাজপথে;
ভাগ্য আজ পরিহাসে আছে
আমি যে নিজের সাথে।
-------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ০৭/০২/২০২০অনন্য
-
Tanju H ০৪/০৬/২০১৭অপূর্ব
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ০৩/০৬/২০১৭খুব সুন্দর