প্রাচুর্য
কাঁদব আমি লুকিয়ে ঘরে-
আমার বিরহবেলা;
ডুবব আমি নদীর জলে-
অতল গহিনে খেলা।
তখন তোমার হাত ধরে
দেখব রঙিন সূর্য;
তোমার যত সুপ্ত মাণিক
আমার কাছে প্রাচুর্য।
------
আমার বিরহবেলা;
ডুবব আমি নদীর জলে-
অতল গহিনে খেলা।
তখন তোমার হাত ধরে
দেখব রঙিন সূর্য;
তোমার যত সুপ্ত মাণিক
আমার কাছে প্রাচুর্য।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ৩০/০৫/২০১৭অসাধারণ
-
Tanju H ২৯/০৫/২০১৭চমৎকার!
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৫/২০১৭ভালো।
-
কবি মনির ২৯/০৫/২০১৭বাহ!
-
পরশ ২৯/০৫/২০১৭খুব ভাল
-
লীনা জাম্বিল ২৯/০৫/২০১৭বেশ সুন্দর