প্রশ্নের কাছে
দিশেহারা হয়ে গেছি আমি-
নিয়ত স্বপ্নের ভিড়ে;
নয়নেতে কত ব্যথা আসে
দূর করি বারেবারে।
তবু মনে কত হেসে উঠি-
দূর করি সব ক্ষত;
তোমার সব প্রশ্নের কাছে
আমার এ মাথা নত।
-----
নিয়ত স্বপ্নের ভিড়ে;
নয়নেতে কত ব্যথা আসে
দূর করি বারেবারে।
তবু মনে কত হেসে উঠি-
দূর করি সব ক্ষত;
তোমার সব প্রশ্নের কাছে
আমার এ মাথা নত।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ২৯/০৫/২০১৭বাহ বেশ সুন্দর
-
জয় নারায়ণ ভট্টাচার্য্য ২৯/০৫/২০১৭সে তো গৌরবের।
-
সাঁঝের তারা ২৯/০৫/২০১৭সুন্দর