আমার বাগান
মোর বাগানে সোনার চাঁপা-
কতই সুগন্ধি ফুল;
আঙিনাময় হেসে যে ওঠে
মাধবীলতার দুল।
ভোরের দ্বারে স্বপন আসে
জমেছে শিশির কণা;
আমার স্বপ্ন বাগান জুড়ে-
মন হয় আনমনা।
------
কতই সুগন্ধি ফুল;
আঙিনাময় হেসে যে ওঠে
মাধবীলতার দুল।
ভোরের দ্বারে স্বপন আসে
জমেছে শিশির কণা;
আমার স্বপ্ন বাগান জুড়ে-
মন হয় আনমনা।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ২৯/০৫/২০১৭দারুন কবি। শুভেচ্ছা
-
Tanju H ২৮/০৫/২০১৭অসাধারন কবি।শুভেচ্ছা নিবেন।
-
মোনালিসা ২৮/০৫/২০১৭A1
-
লীনা জাম্বিল ২৮/০৫/২০১৭দারুন লেখা
-
সাঁঝের তারা ২৮/০৫/২০১৭অনবদ্য
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ২৮/০৫/২০১৭দারুন লেখা
-
নাবিক ২৮/০৫/২০১৭অনেক ভালো লাগলো
-
মুহাম্মদ মনিরুজ্জামান ২৮/০৫/২০১৭খুব সুন্দর!