পাপ
বাতাসে তোমার গন্ধ আজি-
পাগল যে অপলক;
পাপ বুঝেও দেখেই যাব
তোমারেই দু' ঝলক।
জোয়ারের মতো ও শরীর
কোমল মাদল তনু;
মত্ত হাওয়া বক্ষে আমার
হয়ে থাকি নতজানু।
-----
পাগল যে অপলক;
পাপ বুঝেও দেখেই যাব
তোমারেই দু' ঝলক।
জোয়ারের মতো ও শরীর
কোমল মাদল তনু;
মত্ত হাওয়া বক্ষে আমার
হয়ে থাকি নতজানু।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৮/০৫/২০১৭ভাল
-
পরশ ২৭/০৫/২০১৭সুন্দর