তুমি নারী
তোমরা যে হলে মা-জননী,
বোন, বধূয়ার দল;
তবু কেন সমাজের মাঝে-
দুষ্টু ও প্রেমের ঢল!
স্বল্প বসন, চাটুল ভঙ্গি-
অবাধ্য কীসের জন্য;
তুমি যে নারী শ্রদ্ধার পাত্রী
তুমি হয়ে আছ ধন্য।
-----
বোন, বধূয়ার দল;
তবু কেন সমাজের মাঝে-
দুষ্টু ও প্রেমের ঢল!
স্বল্প বসন, চাটুল ভঙ্গি-
অবাধ্য কীসের জন্য;
তুমি যে নারী শ্রদ্ধার পাত্রী
তুমি হয়ে আছ ধন্য।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
লীনা জাম্বিল ২৮/০৫/২০১৭বেশ হয়েছে, শুভকামনা
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ২৮/০৫/২০১৭সুন্দর
-
আলম সারওয়ার ২৭/০৫/২০১৭অসাধারণ কবি।শুভেচ্ছা জানবেন।
-
সাঁঝের তারা ২৭/০৫/২০১৭সুন্দর