প্রাণপ্রিয় কবি
দুই বাংলার মানব তুমি
ওহে প্রাণপ্রিয় কবি;
তোমার আশিসে বাংলা দেখে
নবীন ভোরের ছবি।
গর্জে উঠেছে দীপ্ত প্রণয়
সুরে জ্বেলেছ আগুন;
তুমি দেখালে বাঁচার স্বপ্ন
বিদ্রোহ মাঝে ফাগুন।
-----
ওহে প্রাণপ্রিয় কবি;
তোমার আশিসে বাংলা দেখে
নবীন ভোরের ছবি।
গর্জে উঠেছে দীপ্ত প্রণয়
সুরে জ্বেলেছ আগুন;
তুমি দেখালে বাঁচার স্বপ্ন
বিদ্রোহ মাঝে ফাগুন।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ২৬/০৫/২০১৭অসাধারন কবি।শুভেচ্ছা রইল।
-
পরশ ২৬/০৫/২০১৭খুব সুন্দর
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ২৬/০৫/২০১৭দারুন