কাজি নজরুল
তুমি বিদ্রোহী কবি- অম্লান
নবীন ভোরের ফুল;
তোমার মাঝে জীবনগীতি
তুমি কাজি নজরুল।
তুমি আছ সবাকার মনে
কণ্ঠে গানের সুরভি;
বিদ্রোহী সুর ও চেতনায়
তুমি যে অমর কবি।
------
নবীন ভোরের ফুল;
তোমার মাঝে জীবনগীতি
তুমি কাজি নজরুল।
তুমি আছ সবাকার মনে
কণ্ঠে গানের সুরভি;
বিদ্রোহী সুর ও চেতনায়
তুমি যে অমর কবি।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল আবেদীন ২৪/০৫/২০১৭নজরুল ঝাঁকড়া চুলের, তুমি নিষ্পাপ ফুলেদের কবি, তুমি প্রিয় বাংলাদেশের বাংলার কবি, প্রেমের কবি!
-
আতাম মিঞা ২৪/০৫/২০১৭অমর কবি কাজী নজরুল ইসলাম। তুমি আরবার কি আসতে পারোনা ফিরে,বিদ্রোহের কলমগুলি যে চুরি হয়ে গেছে একালে !
-
মোনালিসা ২৪/০৫/২০১৭