প্রাণের বাঁশি
আমি আজ চেয়ে চেয়ে থাকি-
বারে বারে খুঁজি তারে;
আমার এমন শুভদিনে-
কাছে আসে মৃদুস্বরে।
জ্বেলে আছি আশারও আলো
দূর হয় এ আঁধার;
প্রাণেতে আজ বাজবে বাঁশি
আমি খুঁজি বারবার।
------
বারে বারে খুঁজি তারে;
আমার এমন শুভদিনে-
কাছে আসে মৃদুস্বরে।
জ্বেলে আছি আশারও আলো
দূর হয় এ আঁধার;
প্রাণেতে আজ বাজবে বাঁশি
আমি খুঁজি বারবার।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুবেল চন্দ্র দাস ১৯/০৫/২০১৭Valo laglo
-
কবি মনির ১৯/০৫/২০১৭বেশ!!!
-
প্রশান্ত কুমার ঘোষ ১৯/০৫/২০১৭বাঃ বেশ সুন্দর লিখেছেন
-
মধু মঙ্গল সিনহা ১৯/০৫/২০১৭দারুন লেখলেন।