চেয়ে চেয়ে
আকাশের পানে চেয়ে চেয়ে
ভাসি মৌন মুগ্ধতায়;
তুমি যে আসবে হেথা আজ
অপেক্ষা করি আশায়।
উত্তর দেব শত প্রশ্নের
শোনাব যে রূপকথা;
কাছে টেনে, আলগোছে বুকে-
লিখে দেব সে কবিতা।
=====
ভাসি মৌন মুগ্ধতায়;
তুমি যে আসবে হেথা আজ
অপেক্ষা করি আশায়।
উত্তর দেব শত প্রশ্নের
শোনাব যে রূপকথা;
কাছে টেনে, আলগোছে বুকে-
লিখে দেব সে কবিতা।
=====
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ১৮/০৫/২০১৭দারুন ছড়া প্রকাশিত হয়েছে
-
বিশ্বামিত্র ১৮/০৫/২০১৭খুবই রোমান্টিক লাগল।কবি শুভেচ্ছা রইল।
-
মোনালিসা ১৮/০৫/২০১৭
-
মোহাম্মদ রাসেল প্রধান ১৮/০৫/২০১৭ফিলোসফি নেই, কাব্যিক