মাটির ঘরে
আমার এই মাটির ঘরে
জোনাকি হাসিয়া চলে;
আমার এই নতুন দেশে
সবে আসে দলে দলে।
আমার প্রিয় রাতের ঘরে
ওরা যে আলোর মালা;
আমার এ স্বপ্ন বিছানায়
আনমনে মুক্ত-বালা।
জোনাকি হাসিয়া চলে;
আমার এই নতুন দেশে
সবে আসে দলে দলে।
আমার প্রিয় রাতের ঘরে
ওরা যে আলোর মালা;
আমার এ স্বপ্ন বিছানায়
আনমনে মুক্ত-বালা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ১৬/০৫/২০১৭শুভ সন্ধ্যা!সুন্দর অনুভূতির কবিতা।
-
পরশ ১৬/০৫/২০১৭সুন্দর
-
রুবেল চন্দ্র দাস ১৬/০৫/২০১৭darun
-
Tanju H ১৬/০৫/২০১৭অসাধারন কবিতা।