ভোরের আলো
ভোরের আলো আসে দোরেতে
প্রাণেতে বাজিছে সুর;
তোমার কথা এ ভাবনায়-
প্রণয়েতে বহুদূর।
সেদিন ছিল অনেক কথা-
প্রিয় হয়ে এসেছিলে;
সূর্যের রোদে আজকে এসে-
আবার মোরে জানালে।
-----
প্রাণেতে বাজিছে সুর;
তোমার কথা এ ভাবনায়-
প্রণয়েতে বহুদূর।
সেদিন ছিল অনেক কথা-
প্রিয় হয়ে এসেছিলে;
সূর্যের রোদে আজকে এসে-
আবার মোরে জানালে।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১০/০৫/২০১৭খুব সুন্দর...
-
মধু মঙ্গল সিনহা ০৯/০৫/২০১৭সুন্দর।