শিশুবেলা
তোমার আমার শিশুকাল
চড়াই চড়াই খেলা;
কত সময় কাটত মোদের-
কাটত কতই বেলা।
জলসাঁতারে পুকুরঘাটে-
গাছের তলায় ঘর;
তখন শুধু আপন ছিলে-
এখন শুধুই পর।
------
চড়াই চড়াই খেলা;
কত সময় কাটত মোদের-
কাটত কতই বেলা।
জলসাঁতারে পুকুরঘাটে-
গাছের তলায় ঘর;
তখন শুধু আপন ছিলে-
এখন শুধুই পর।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ০৯/০৫/২০১৭অসাধারণ।
-
আতাম মিঞা ০৯/০৫/২০১৭আ-হারে সবার সাথে এমনই কেন হয় !!
-
Tanju H ০৮/০৫/২০১৭শুধু মনে হয় কেন বড় হলাম শিশুকালই ভালো ছিল।শুভকামনা রইল কবি।
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৫/২০১৭হু, এমনই হয়।
-
সন্দীপ দাস ০৮/০৫/২০১৭Bhalo