আবার ফিরে আসব আমি
আবার ফিরে আসব আমি
আবার শোনাব গান;
মোর অসমাপ্ত অজানায়
তুমি মোর প্রতিদান।
আবার ফিরে আসব আমি
বাদলের স্রোত হয়ে;
ঘন কুয়াশায় ছায়া ভেঙে
বসন্তের ও রং নিয়ে।
----
আবার শোনাব গান;
মোর অসমাপ্ত অজানায়
তুমি মোর প্রতিদান।
আবার ফিরে আসব আমি
বাদলের স্রোত হয়ে;
ঘন কুয়াশায় ছায়া ভেঙে
বসন্তের ও রং নিয়ে।
----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৬/০৫/২০১৭অসাধারণ কবিতা।
-
রেজওয়ান উল হক জীবন ০৬/০৫/২০১৭😮
-
তাবেরী ০৬/০৫/২০১৭অসাধারণ।
-
Tanju H ০৬/০৫/২০১৭অসাধারন কবিতা।