এসো আজ স্বপ্ন দেখি
বন্ধু, এসো আজ স্বপ্ন দেখি-
ও দুঃস্বপ্ন যাব ভুলে;
তুমি এসো আজ বাঁধনেতে
হাত রেখেছি আঁচলে।
এসো আজ চুপ করে থাকি
মনে ভেবে চলি কথা;
এসো আজ কান পেতে শুনি
সকল প্রণয় যেথা।
------
ও দুঃস্বপ্ন যাব ভুলে;
তুমি এসো আজ বাঁধনেতে
হাত রেখেছি আঁচলে।
এসো আজ চুপ করে থাকি
মনে ভেবে চলি কথা;
এসো আজ কান পেতে শুনি
সকল প্রণয় যেথা।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহারিয়ার ইমন ০৭/০৫/২০১৭বাহ
-
সুরজিৎ দাস ০৭/০৫/২০১৭ভালো লাগলো
-
মোনালিসা ০৭/০৫/২০১৭অসাধারন
-
সাঁঝের তারা ০৭/০৫/২০১৭সুন্দর কবিতা ...
-
মধু মঙ্গল সিনহা ০৬/০৫/২০১৭অপূর্ব লেখনী।
-
Tanju H ০৬/০৫/২০১৭সুন্দর বলেছেন