সীমানা
নীলাভ আকাশ ছেয়ে গেছে-
জটাধারী কালো মেঘে;
বুকের মাঝে আজ শূন্যতা
ওই ভীষণ আবেগে।
মোর দৃষ্টিখানি মিশে যায়-
আজ সীমানা ছাড়িয়ে;
মুক্ত বীণার সুরটি শুনি
থাকি দূরেতে দাঁড়িয়ে।
-----
জটাধারী কালো মেঘে;
বুকের মাঝে আজ শূন্যতা
ওই ভীষণ আবেগে।
মোর দৃষ্টিখানি মিশে যায়-
আজ সীমানা ছাড়িয়ে;
মুক্ত বীণার সুরটি শুনি
থাকি দূরেতে দাঁড়িয়ে।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৫/০৫/২০১৭বাহ্, সুন্দর।
-
সাঁঝের তারা ০৫/০৫/২০১৭ভাল ...