চারিদিকে
চারিদিকে কত ফুল ফোটে
শরৎ কালের শিউলি;
তোমার মান দূর করিবে-
সবে একসাথে মিলি।
হারিয়ে যাব তোমার সাথে
অচিন সে ঠিকানায়;
কোনো বাঁধন শুনব না যে
ভাসিব ভালোবাসায়।
------
শরৎ কালের শিউলি;
তোমার মান দূর করিবে-
সবে একসাথে মিলি।
হারিয়ে যাব তোমার সাথে
অচিন সে ঠিকানায়;
কোনো বাঁধন শুনব না যে
ভাসিব ভালোবাসায়।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৫/০৫/২০১৭সুন্দর ...
-
Tanju H ০৪/০৫/২০১৭অসাধারন কবিতা