www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রণয় অনুতাপ

মেঘে আজ ঢেকেছে আকাশ-
সব কিছু বড়ো চুপচাপ;
উল্টোদিকে বহিছে বাতাস-
অপেক্ষায় দেখি অনুতাপ।

বসে বসে কত কিছু ভাবি-
কিছু তার হবে না যে বলা;
এঁকেছি কত অব্যক্ত ছবি-
আঙুলেতে দেখি ছলাকলা।

দক্ষিণে করেছে কালো মেঘ-
উথলে উঠবে দেখি বড়ো;
মনেতে আজ সুপ্ত আবেগ
ভুলেছি যে আপন পরও।

লুকিয়ে করেছি অভিনয়
কত তার করেছি প্রকাশ;
আড়ালে রেখেছি যে প্রণয়
চেয়ে দেখি আমি বারোমাস।
      -----
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মধু মঙ্গল সিনহা ০৩/০৫/২০১৭
    অনেক সুন্দর কবিতা।
  • আহাঃ
    অনুতাপের বাহারি রোমান্টিক মেঘে
    আজি ঢেকেছে আকাশ!!!!!
    • কবিকে আমার অন্তরের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন।
  • সুকান্ত হৃদয় ০৩/০৫/২০১৭
    সুন্দর!
 
Quantcast