আবার এসেছে
আবার এসেছে ব্যর্থ রাত
মন মাঝে অন্তর্দ্বন্দ্ব;
প্রথম রাতে চোখ পুড়েছে
পেয়েছি প্রণয় গন্ধ।
সময় এল নিজের কাছে
মনের ঘরে আগুন;
তোমার বিহনে আমি আছি
বাতাসে এল ফাগুন।
-----
মন মাঝে অন্তর্দ্বন্দ্ব;
প্রথম রাতে চোখ পুড়েছে
পেয়েছি প্রণয় গন্ধ।
সময় এল নিজের কাছে
মনের ঘরে আগুন;
তোমার বিহনে আমি আছি
বাতাসে এল ফাগুন।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাবেয়া মৌসুমী ০২/০৫/২০১৭আহা!প্রকৃতি আর কবির মনে ভিন্ন প্রকাশ ।
-
মধু মঙ্গল সিনহা ০২/০৫/২০১৭ভালো লাগল।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০২/০৫/২০১৭আহা!!!
কি দারুন গো...