রক্তের বিনিময়ে
আমার মৃত্যু হয়েছে কাল, নদীপারে জেটি ভেঙে;
গঙ্গায় স্রোত ছিল খুব, তার তরঙ্গে।
নদীতে দাঁড়িয়েছিলাম- ধরব ভুটভুটি;
বাঁশের জেটি ভেঙে গেল মৃত্যুতে লুটোপুটি।
এবারে সভা হল উচ্চ পর্যায়ে- নবান্নে;
জেটি হবে আধুনিক! অনুদান তার জন্যে।
প্রকল্প হতে দেরি আছে - নাম 'জলধারা'
সুন্দর এই নাম দিয়ে তুমি আত্মহারা।
সেদিন যারা ছিল অপেক্ষায় ও জেটিতে-
তারা মৃত্যুর পরে আজ আমার সাথেতে।
আমার মৃত্যুতে তুমি আজ প্রশ্নের মুখে;
অন্তত মিছিলে হাঁটব না, মরে আছি সুখে!
এতদিন গেছ এই পথে- দেখোনিতো চেয়ে;
বাঁশের জেটি পাঁকা হবে রক্তের বিনিময়ে।
=======
গঙ্গায় স্রোত ছিল খুব, তার তরঙ্গে।
নদীতে দাঁড়িয়েছিলাম- ধরব ভুটভুটি;
বাঁশের জেটি ভেঙে গেল মৃত্যুতে লুটোপুটি।
এবারে সভা হল উচ্চ পর্যায়ে- নবান্নে;
জেটি হবে আধুনিক! অনুদান তার জন্যে।
প্রকল্প হতে দেরি আছে - নাম 'জলধারা'
সুন্দর এই নাম দিয়ে তুমি আত্মহারা।
সেদিন যারা ছিল অপেক্ষায় ও জেটিতে-
তারা মৃত্যুর পরে আজ আমার সাথেতে।
আমার মৃত্যুতে তুমি আজ প্রশ্নের মুখে;
অন্তত মিছিলে হাঁটব না, মরে আছি সুখে!
এতদিন গেছ এই পথে- দেখোনিতো চেয়ে;
বাঁশের জেটি পাঁকা হবে রক্তের বিনিময়ে।
=======
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৯/০৪/২০১৭
-
সন্দীপ দাস ২৯/০৪/২০১৭অসাধারণ
-
রিয়াদ চৌধুরি ২৯/০৪/২০১৭অসাধারণ।...
শুভ কামনা রইলো... -
রাবেয়া মৌসুমী ২৯/০৪/২০১৭খুব সুন্দর।
-
পরশ ২৯/০৪/২০১৭সুন্দর
-
মধু মঙ্গল সিনহা ২৯/০৪/২০১৭অনেক শুভেচ্ছা।
মর্মস্পর্শী আবেঘন...