আমি আছি
অনেক কিছু বলার ছিল-
বলতে আমি পারিনি;
আনেক কথা ভাবার ছিল-
তবুও আমি ভাবিনি।
লিখতে যেয়ে অনেক কথা-
ও কলম গেছে থেমে;
দেখতে যেয়ে বুঝেছিলাম
আমি আছি ওই প্রেমে।
-----
বলতে আমি পারিনি;
আনেক কথা ভাবার ছিল-
তবুও আমি ভাবিনি।
লিখতে যেয়ে অনেক কথা-
ও কলম গেছে থেমে;
দেখতে যেয়ে বুঝেছিলাম
আমি আছি ওই প্রেমে।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৮/০৪/২০১৭বাঃ বেশ তো ...
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৪/২০১৭সুন্দর।
-
মধু মঙ্গল সিনহা ২৮/০৪/২০১৭ভালো লাগল।
-
হাছিবুর ২৮/০৪/২০১৭Supper
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৮/০৪/২০১৭সুন্দর ভাবনা